করোনায় আক্রান্ত বাচিক শিল্পী জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু

করোনায় আক্রান্ত হলেন বাচিক শিল্পী দম্পতি জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসু। গতকাল শুক্রবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জগন্নাথ বসু। পাশাপাশি, তাঁর স্ত্রী ঊর্মিমালা বসুও মারণ এই ভাইরাসে সংক্রামিত। তবে এই মুহূর্তে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। জগন্নাথ বসুর শারীরিক অবস্থা এই মুহূর্তে মোটের উপর ভালো আছে বলেই সূত্রের খবর। বেশ কিছুদিন ধরেই এই দম্পতির শরীর খারাপ থাকায় তাঁরা করোনা পরীক্ষা করান। তারপরেই রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথবাবু বয়সজনিত নানা অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছেন। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

error: Content is protected !!