নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ শ্লোগান বিজেপি কর্মীদের

 নন্দীগ্রামে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ‘জয় শ্রী রাম’ শ্লোগান। বিজেপি কর্মী সমর্থকেরা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ শ্লোগান দেওয়ায় উত্তেজনা চরমে। মঙ্গলবার রেয়াপাড়া থেকে নন্দীগ্রাম যাওয়ার সময় আচমকাই রাস্তার মাঝে মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ শ্লোগান দিতে দেখা যায় কিছু বিজেপি কর্মীদের। যদিও এদিন সেই শ্লোগানে পাত্তা দেননি তৃণমূল সুপ্রিমো। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। তার আগেই ওই কেন্দ্রে উত্তেজনা চরমে। নন্দীগ্রামে আজ বিকেল পাঁচটায় শেষ হচ্ছে প্রচার। তার আগে শেষবেলায় জমজমাট প্রচারে ব্যস্ত তৃণমূল-বিজেপি দুই যুযুধান পক্ষ।

error: Content is protected !!