ওড়িশায় জয়পুরের স্কুলে ওঠবোস করতে করতে মৃত চতুর্থ শ্রেণীর ছাত্র

স্কুলে ক্লাস চলাকালীন বন্ধুদের সঙ্গে খেলছিল পড়ুয়া। তা চোখে পড়তেই ওঠবোসের শাস্তি দেন শিক্ষক। সেই শাস্তির নির্দেশ পালন করতে গিয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল বছর ১০-এর ওই ছাত্র। ঘটনাটি ঘটেছে, ওড়িশার জয়পুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মৃতের নাম, রুদ্রনারায়ণ সেঠি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওঠবোস করতে করতেই অচৈতন্য হয়ে পড়ে ওই পড়ুয়া। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর কটকের হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও শাস্তি দেওয়া শিক্ষকের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি।

error: Content is protected !!