
পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু, বিস্ফোরক দাবি এক মহিলার
পহেলগাঁওতে জঙ্গি হামলা। ঘটনার জেরে ইতিমধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে। হামলার পর সেখানকার এক মহিলার চিৎকার সকলের নজর কেড়েছে। সেখানে তিনি বলেন, মুসলিম না হওয়ার কারণেই তাঁদের ওপর হামলা করা হয়েছে। ওই মহিলার দাবি অ-মুসলিম হওয়ার জন্য জঙ্গিরা তাঁদেরকে টার্গেট করেছে। বেছে বেছে হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা।
অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন একাধিক পর্যটক। এদিনে দুপুরে প্রথমে একজন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গোটা ঘটনাটি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন। এই ঘটনার জেরে রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রিসেসটেন্স ফ্রন্ট, লস্কর-ই-তৈবা। জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। নরেন্দ্র মোদি তাঁর বার্তায় বলেন, এই জঘন্য কাজের পিছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে তাদের ছাড়া হবে না! তাদের দুষ্ট উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে। শোকপ্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি এক টুইটে বার্তা দেন,’ জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। এই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের রেহাই দেওয়া হবে না এবং আমরা অপরাধীদের কঠোরতম শাস্তি প্রদান করব।’