জাপানে শক্তিশালী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৬২

জাপানে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানে ৬২ জনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম দিনে জাপান যেভাবে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে, তার জেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসিকাওয়ায়। এই প্রদেশের সুজু, ওয়াজিমায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে জানা যাচ্ছে। নোটো পেনিনসুলায় ২০ জন আহত। সেই সঙ্গে আরও বেশ কিছু মানুষ বাড়িঘর ভেঙে যে ধ্বংসাবশেষ ছড়ানো, তার নীচে চাপা পড়ে রয়েছেন বলে খবর। জাপানে প্রবল ভূমিকম্পের জেরে যেমন সুনামি সতর্কতা জারি জারি করা হয়, তেমনি রাশিয়াও ভয়ে কাঁপতে শুরু করে। রাশিয়ার পূর্বাঞ্চলেও জারি করা হয় সুনামির সতর্কতা।

error: Content is protected !!