গত ২৪ ঘন্টায় জাপানে ১৫৫ বার ভূমিকম্প, মৃত ৩০, জারি সুনামি সতর্কতা

বছরের শুরুর প্রথম দিনেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান৷ সোমবার ভারতীয় সময় দুপুর ১২ টা ৫৪ নাগাদ পশ্চিম জাপানে ৭.৪ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়৷ তারপর থেকে ১৫৫ বার কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে প্রতিটি তীব্রতা ছিল ৬ থেকে ৭৷ ইতিমধ্যেই ভয়াবহ ভূমিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা৷ ভূমিকম্প প্রাণ কেড়েছে ৩০ জনের৷ বছরের প্রথম দিনে এমন ভয়ঙ্কর বিপর্যয় ২০১১ সালের বিধ্বংসী সুনামির স্মৃতি ফের মনে করিয়ে দিল৷ জাপানের হাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার থেকে দ্বীপরাষ্ট্রে ১৫৫-টিরও বেশি ভূমিকম্প আঘাতে হেনেছে৷ ৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে৷ স্থানীয়দের উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু জায়গায় চলে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। জানা গেছে ভয়াবহ বিপর্যয়ে প্রায় ৪০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎহীন৷ প্রধান মহাসড়ক থেকে সারা দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটও বন্ধ রয়েছে। যার ফলে চিকিৎসা পরিষেবা এবং সেনা সদস্যদের উদ্ধার পরিষেবাতেও মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।