প্রতিক্ষার অবসান, প্রকাশ্যে এল ‘জওয়ান’-এর ট্রেলার

 ‘জওয়ান’-এর ট্রেলারের আশায় গত মাস খানেক ধরে রীতিমতো দিন গুনছেন বাদশার অনুরাগীরা। কবে মুক্তি পাবে ট্রেলার? এই প্রশ্ন ঘিরে কৌতূহল এত দিন ধরে জিইয়ে রেখেছেন ছবির নির্মাতারা। অবশেষে এল সেই দিন। ছবিমুক্তির মাত্র এক সপ্তাহ আগে প্রকাশ্যে এল ‘জওয়ান’-এর ট্রেলার। বছরের প্রথমে ওঠা ‘পাঠান’ ঝড় স্তিমিত হওয়ার পর থেকেই ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছিল দর্শকের মধ্যে। একই বছরে শাহরুখ খানের দ্বিতীয় অ্যাকশন ছবি বলে কথা। ছবির জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। দর্শকের এই উত্তেজনাকেও কাজে লাগিয়েছেন ‘জওয়ান’-এর নির্মাতারাও। শাহরুখের মতো তাবড় তারকার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। তার উপরে ‘মাস অ্যাকশন এন্টারটেনার’। ‘জওয়ান’ নিয়ে দর্শক ও অনুরাগীদের উন্মাদনাকে কাজে লাগিয়েই ছবির বিপণন কৌশলও নির্ধারণ করেছিলেন পরিচালক অ্যাটলি ও তাঁর গোটা টিম। আগে থেকে ছবির ট্রেলার মুক্তির কোনও নির্দিষ্ট তারিখ ফাঁস করেনি ‘টিম জওয়ান’। বরং তারিখের খেলায় মাতিয়ে রেখেছে সাধারণ দর্শককে। সঙ্গে, শাহরুখের ‘আস্ক এসআরকে’ তো আছেই। ‘পাঠান’-এর পথে হেঁটে সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে রীতিমতো আড্ডা দিয়েছেন শাহরুখ। উত্তর দিয়েছেন তাঁদের বিভিন্ন প্রশ্নের। নিজের পরিচিত ‘সেন্স অফ হিউমর’-এ বার বার মন জয় করেছেন নেটাগরিকদের। নিজের মজাদার সব মন্তব্যের জন্য যেমন শিরোনামে উঠে এসেছেন শাহরুখ নিজে, তেমনই ‘ট্রেন্ডিং’-এর তালিকাতেও শীর্ষে জায়গা করে নিয়েছে ‘জওয়ান’। গতে বাঁধা রাস্তায় হেঁটে ছবির প্রচার না করেও কী ভাবে আলোচনায় থাকা যায়, তার প্রমাণ আরও এক বার দিয়েছেন শাহরুখ ।