ভারোত্তোলনে দ্বিতীয় সোনা ভারতের

এবার ফের ভারোত্তোলনে পদকের খাতায় নাম তুলল ভারত ৷ দেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন ভারোত্তোলক জেরেমি লালরিন্নুঙ্গা ৷ ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ৩০০ কেজির বেশি ভারোত্তলন করে সোনার পদক গলায় পরলেন এই ১৯ বছরের এই তরুণ৷ এর আগে ১৫ বছর বয়সে যুব অলিম্পিকেও নজর কেড়েছিলেন মিজোরামের জেরেমি ৷ যুব অলিম্পিকে সোনা জেতার পর এবার সোনা এল কমনওয়েলথ গেমসেও ৷ এদিন প্রথমে ১৫৪ কেজি ভার তুলতে গিয়েই পায়ে চোট পান তিনি ৷ তবে ফের তিনি ফিরে আসেন ১৬০ কিলো তুলতে ৷ ১৬৫ কিলো তোলার জন্যও চেষ্টা করেন এই খেলোয়াড় তবে শেষ পর্যন্ত আর শরীর সঙ্গে দেয়নি ৷ তবে স্ন্যাচিংয়ে ৬৭ কিলো বিভাগে রেকর্ড করেন এই ভারোত্তোলক ৷ ১৪০ কেজি তুলে এই রেকর্ড গড়লেন তিনি ৷ সবমিলিয়ে এবার ভারতের এখনও পর্যন্ত পাঁচটি পদকই এসেছে ভারোত্তোলনে ৷