ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী

লোকসভা ভোটে জঙ্গলমহলে ফের নতুন করে ভালো ফল করতে শুরু করেছে তৃণমূল। আর এবার সেই জঙ্গলমহল দিয়েই জেলা সফর শুরু করছেন মুখ্য়মন্ত্রী। অগস্টের দ্বিতীয় সপ্তাহে দুদিনের জন্য জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে সরাসরি প্রশাসনিক বৈঠক ঠিক নয়। মূল অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রামের স্টেডিয়ামে। সূত্রের খবর, আদিবাসী দিবস পালনকে সামনে রেখে বর্ষায় জঙ্গলমহল পাড়ি দিচ্ছেন মমতা। এমনিতেই সুন্দরী জঙ্গলমহল। তার উপর  বর্ষাকালে আরও সুন্দরী হয়ে ওঠে জঙ্গলমহল। এবার ঝাড়গ্রাম যাচ্ছেন তিনি। ৯ অগস্ট আদিবাসী দিবস। সেই দিবসকে সামনে রেখে এই উদ্যোগ। ঝাড়গ্রাম স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে। জঙ্গলমহলে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আসবেন মুখ্য়মন্ত্রী। দলীয় স্তরে তার প্রস্তুতি শুরু হয়েছে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে সেই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। সরকারি অনুষ্ঠান।