ঝাড়খণ্ডের দুমকায় ফেল করানোয় শিক্ষকদের গাছে বেঁধে পেটাল ছাত্ররা
ফেল করানোয় শিক্ষকদের গাছে বেঁধে পেটাল ছাত্ররা। ঝাড়খণ্ডের দুমকায় এরকমই এক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে সকলে। ইচ্ছে করে কম নম্বর দেওয়ায় শিক্ষকদের গাছে বেঁধে পেটাতে দেখা গিয়েছে ছাত্রদের। এমনকী সেই সময় তাদের পরনে স্কুলের ইউনিফর্মও ছিল। এই ঘটনার পর ছাত্ররাই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে আপলোড করে দেয়। যদিও ওই ছাত্ররা আদৌ পাশ করার যোগ্য কিনা তা যাচাই করা হয়নি। কিংবা শিক্ষকরা ইচ্ছে করেই তাদের কম নম্বর দিয়েছেন তাও জানা যায়নি। ব্লক শিক্ষা অধিকর্তা বলেন, আমরা ঘটনার কথা জানতে পেরেছি। শিক্ষকদের সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন ছাত্ররা অভিযোগ তুলে বলে, প্র্যাকটিক্যালে তাদের কম নম্বর দেওয়া হয়েছে। শিক্ষকদের বলেও তারা কোনও জবাব পায়নি।