ডানলপের নর্দান পার্কের ফ্ল্যাট থেকে ধৃত জেএমবি জঙ্গি

ডানলপে ‘আত্মগোপন’ করেছিল সন্দেহভাজন জেএমবি জঙ্গি। আজ ডানলপের নর্দান পার্ক থেকে তাকে গ্রেফতার করেন কলকাতা পুলিসের গোয়েন্দা অফিসাররা। ধৃতের নাম নূর নবী। জানা গিয়েছে, বাংলাদেশে একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত ধৃত। প্রায় ২৫টি নাশকতামূলক কাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিলেন গোয়েন্দারা। শেষমেশ আজ ডানলপের নর্দান পার্কের একটি ফ্ল্যাট থেকে সন্দেহভাজন ওই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

error: Content is protected !!