বিক্ষোভস্থলে বিধাননগরের ডিসি, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ

উত্তপ্ত পরিস্থিতির এসএসসি অফিসের সামনে। ইতিমধ্যেই এসএসসি অফিসারের ভিতরে তাই যোগ্য শিক্ষকের 13 জনের প্রতিনিধি ভিতরে গেছেন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে ভিতরে গিয়েছেন। কিন্তু, সেখানেও অবস্থানে বসেছেন চাকরি হারা যোগ্য শিক্ষকরা। কারণ, তারা ভিতরে জানতে পেরেছেন 3টে কাউন্সিলিং-এর তালিকা প্রকাশ করা হবে। এর বিরোধিতা করেছেন যোগ্য শিক্ষকরা। বাইরে অবস্থানরত ও শিক্ষকরা ও এবার ভিতরে যাওয়ার চেষ্টা করছেন, যা নিয়ে তৈরি হয়েছে পুলিশি ধস্তাধস্তি। বিক্ষোভস্থলে বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার ৷ ভিতরে খাবার নিয়ে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে তিনি জানান, এটা ঠিক নয় ৷ শান্তিপূর্ণ আন্দোলন সকলেই করতে পারেন কিন্তু পুলিশ যখন নিজেদের ডিউটি করছে তখন তাদের খাবার ও জল পৌঁছে দিতে না দেওয়া ঠিক নয় ৷ পুলিশ নিজের কাজ করতে গেলে আটকানো হচ্ছে ৷ এগুলো উচিত নয় ৷ যদিও এই ঘটনার পর থেকে আন্দোলনকারী শিক্ষকদের খাবার নিয়ে ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ৷

error: Content is protected !!