বিহারের আরারিয়ায় বাড়িতে ঢুকে হিন্দি দৈনিক পত্রিকার সাংবাদিককে গুলি করে খুন

বিহারের ফের অপরাধীদের গুলিতে প্রাণ হারালেন এক সাংবাদিক। আজ শুক্রবার সকালে আরারিয়া জেলার রানিগঞ্জের বাড়িতে ঢুকে হিন্দি দৈনিক পত্রিকা ‘জাগরণ’-এর সাংবাদিক বিমল কুমার যাদবকে গুলি করে হত্যা করেছে চার অপরাধী। হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় চার দুষ্কৃতী। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও কী কারণে ওই হত্যাকাণ্ড, সে বিষয়ে সুনিশ্চিত করে কিছু বলতে পারেননি তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, এদিন সকালে নিজের বাড়িতে বসেই ব্যক্তিগত কাজ সারছিলেন সাংবাদিক বিমল কুমার যাদব। আচমকাই বাড়িতে চড়াও হয় চার দুষ্কৃতী। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলিতে ঝাঁজরা করে দেয় বিমলকে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত আবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চি‍ৎকার করে স্থানীয়দের সাহায্য চান বিমলের স্ত্রী। স্থানীয়রা ছুটে এসে বিমলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকি‍ৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।