ওটিটিতে ডেবিউ করছেন জুহি এবং আয়েশা
ওয়েব সিরিজের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন জুহি চাওলা। এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। শুধু জুহি নয় এই ওয়েব সিরিজে থাকছেন নব্বইয়ের দশকের আরও এক নায়িকা আয়েশা জুলকা। তিনিও এই সিরিজের মাধ্যমে ওটিটিতে ডেবিউ করছেন। নারীকেন্দ্রীক এই থ্রিলার সিরিজের নাম ‘হুশ হুশ’। অ্যামাজন প্রাইমে সিরিজটি দেখানো হবে। ‘হুশ হুশ’ ওয়েব সিরিজটি শুধু মহিলাদের গল্প বলে তা নয়, সিরিজটি বানিয়েওছেন মহিলারাই। এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর তনুজা চন্দ্রা। তনুজা নিজেও একজন পরিচালক। তাঁর ‘দুশমন’, ‘কারিব কারিব সিঙ্গল’ যথেষ্ট জনপ্রিয়। কার্যনির্বাহী প্রযোজক এবং গল্পকার হিসাবে কাজ করছেন ‘শকুন্তলা দেবী’ খ্যাত শিখা শর্মা। সিরিজটি পরিচালনা করছেন কোপাল নাথানি। কোপাল বিজ্ঞাপন জগতে যথেষ্ট পরিচিত একটা নাম। ডায়লগ লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখিকা জুহি চতুর্বেদি। পুরো মহিলা ব্রিগেড। অবশ্য সিরিজটি প্রযোজনা করছেন একজন পুরুষ। তিনি বিক্রম মালহোত্রা। জুহি চাওলা ছাড়া এই সিরিজে অভিনয় করছেন সোহা আলি খান, আয়েশা জুলকা, সাহানা গোস্বামী এবং কৃতি কামরা।সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর তনুজা চন্দ্রা বলেন, “ভারতে মহিলাদের নিয়ে গল্প বলার ধরণটা পুরো বদলে গিয়েছে। আমরাও এক নতুন ধরণের গল্প নিয়ে আসছি দর্শকের জন্য।” রোমাঞ্চকর থ্রিলার ভিত্তিক এই ড্রামায় উঠে আসবে সমাজের নানা দিক। যাঁর সঙ্গে প্রতিনিয়ত যুঝতে হয় মহিলাদের। আবেগ, প্রতারণা, শক্তি, সাহস ও টিকে থাকার লড়াইয়ের বিন্যাস থাকবে এই গল্পের মোচড়ে মোচড়ে। তেমনই ইঙ্গিত মেলে প্রোমোতে।