পূর্ণ কর্মবিরতি তুলে নিয়ে এবার কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা
ক্ষোভ বাড়ছে আম জনতার। ক্ষুব্ধ সুপ্রিম কোর্টও। পরিস্থিতি যে ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটা বুঝেই গত কালরাত থেকে এবার কর্মবিরতির পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তারদের। কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা । পূর্ণ কর্মবিরতি তুলে নিয়ে এবার জরুরি, ওপিডি-সহ সমস্ত পরিষেবায় ফিরে গেলেন তাঁরা । শুক্রবার রাত থেকেই বিভিন্ন মেডিক্যাল কলেজে দেখা গিয়েছে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগদান করেছেন । শুক্রবার রাতেই অস্ত্রোপচারও করেছেন তাঁরা । পাশাপাশি চিকিৎসা পরিষেবায় ফিরে গেলেও ন্যায়বিচারের জন্য তাঁদের আন্দোলন চলছে । প্রত্যেকটি মেডিক্যাল কলেজে রয়েছে তাদের অবস্থান মঞ্চ । অন্যদিকে ধর্মতলার অবস্থান মঞ্চে উপস্থিত হয়েছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ৷ ৪২ দিন ধরে কর্মবিরতি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা । এরপর আংশিক কর্মবিরতি তুলে নিয়ে জরুরি পরিষেবার কাজে যুক্ত হয়েছিলেন তাঁরা । তবে এই জরুরি পরিষেবা দেওয়াকালীন সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন জায়গায় চিকিৎসক নিগ্রহের খবর উঠে আসে । সেই ঘটনাকে সামনে রেখেই নিরাপত্তার প্রশ্ন তুলে আবার ১ অক্টোবর থেকে কর্মবিরতিতে গিয়েছিলেন তাঁরা । অন্যদিকে, সুপ্রিম কোর্ট সকল জুনিয়র চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলেছিলেন । সিনিয়র চিকিৎসকদের তরফেও জুনিয়রদের কাজে যোগ দেওয়ার কথা বলা হচ্ছিল । পুজো এবং রোগীর স্বার্থকে বিবেচনা করে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । যদিও কর্মবিরোধী-ধর্মঘট শেষ করার ঘোষণা করে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, দাবি মেনে নিতে সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে । দাবি মানা না-হলে তাঁরা অনশনে যাবেন।