বিনা চিকিৎসায় মৃত্যু! সাগর দত্ত মেডিক্যালে হামলার জেরে সোমবার বিকেল থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের
ফের পূর্ণ কর্মবিরতি ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ সোমবার সকালে সুপ্রিম কোর্টের শুনানির পর ওইদিন বিকেল থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ পাশাপাশি তাঁদের নজরে রয়েছে ৩০ সেপ্টেম্বরের শুনানি ৷ শনিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ আরজি করের পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনে বিচারের দাবিতে উত্তপ্ত রাজ্য ৷ এর মধ্যে ২৭ সেপ্টেম্বর রাতে সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক ও নার্সদের উপর হামলা চালায় রোগীর পরিবার ৷ বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, এই অভিযোগে জুনিয়র চিকিৎসক-নার্সদের উপর চড়াও হয় রোগীর পরিজনেরা ৷ এরপরেই নিরাপত্তার অভাবের অভিযোগে সম্পূর্ণ কর্মবিরতিতে চলে যায় সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের এই সিদ্ধান্তে সামিল হন রাজ্যের সব জুনিয়র চিকিৎসকেরা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৭ সেপ্টেম্বর রাতে রঞ্জনা সাউ নামে এক মহিলাকে শ্বাসকষ্টজনিত সমস্যায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে আনার পরেও রোগীর কোনও চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়েছিল। শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্যকর্মীরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেন। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় রঞ্জনার। এরপরই রোগীর পরিবারের লোকজন চড়াও হয় চিকিৎসক এবং নার্সদের উপর। শুরু হয় ধাক্কাধাক্কি। এই ঘটনায় আক্রান্ত হন স্বাস্থ্যকর্মীরাও।