অনুব্রত-র মেয়ে সুকন্যার বিরুদ্ধে মামলাকারীকে জরিমানা করব ভেবেছিলাম, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

জরিমানা করবেন ভেবেছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন, তাঁকেই জরিমানা করার কথা ভেবেছিলেন বিচারপতি। সোমবার এজলাসে বসেই এই কথা বলেন বিচারপতি নিজেই। এদিন তিনি বলেন, নিজের চেম্বারে সুকন্যার কাগজপত্র দেখেই তিনি বুঝেছিলেন আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তা করছেন মামলাকারী নিজেই। এই জন্যই ওই মামলাকারীকে জরিমানা করার কথা ভেবেছিলেন। বিচারপতি বলেন, পরেরদিন আদালতে বসেই তাই মামলাটি খারিজ করে দেন তিনি। এদিন তিনি আরও বলেন, আদালতে তথ্য দেওয়া নিয়ে আইনজীবীদের সতর্ক থাকা উচিৎ।

error: Content is protected !!