নথি নিয়ে সিজিওতে জ্যোতিপ্রিয়ের দাদা

সোমবার সকালেই ইডি দফতরে হাজির রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দে। বিশেষ কিছু নথি জমা দেওয়ার জন্যে তাঁকে ডাকা হয়েছিল বলে জানান অমিত। অন্যদিকে, এদিন সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকও হাজির দেন ইডি দফতরে। রেশন দুর্নীতি জাল গোটাতে ইডি তৎপরতা বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক ইডি দফতরে আসেন। হাতে কিছু নথি নিয়ে তিনি ইডি দফতরে প্রবেশ করেন। বেরোনোর সময় তিনি জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে একটি চিঠি জমা দেওয়ার ছিল। এটাই জমা দিতে তিনি ইডি দফতরে এসেছিলেন। তবে কি চিঠি সে বিষয়ে তিনি কিছু জানতে রাজি হননি। দেবপ্রিয় বলেন, ‘এটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি। ইডিকে গিয়ে জিজ্ঞাসা করুন।’

error: Content is protected !!