রাজ্যপালের পাশে ‘পেশাদার খুনি’ অর্জুন সিং ! মঞ্চে না উঠে প্রতিবাদ রাজ্যের বনমন্ত্রীর

 মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে ফের রাজনৈতিক তরজা ব্যারাকপুরের গান্ধীঘাটে। রীতি অনুযায়ী, এদিন সকালে গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন করতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর উপস্থিতি ঘিরেই বিতর্ক ঘনিয়ে তোলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । অর্জুন সিংকে ‘পেশাদার খুনি’ মন্তব্য করে রাজ্যপালের অনুষ্ঠানমঞ্চ বয়কট করেন তিনি। প্রতিবছরের মতো এদিন সকালেও ব্যারাকপুরের গান্ধীঘাটে যান রাজ্যপাল। সেখানে সরকারি আমন্ত্রিত হিসেবে হাজির ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। অন্যদিকে,  জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি অনুযায়ী, রাজ্য সরকারের তরফে প্রোটোকল মন্ত্রী হিসেবে আমন্ত্রিত

ছিলেন তিনি। ঘটনার সূত্রপাত, ধনখড়ের পাশে অর্জুনের উপস্থিতি নিয়ে। শনিবার রাতে ইছাপুরে এক তৃণমূল নেতা খুন হন। সেই ঘটনায় অর্জুনের হাত আছে এই অভিযোগ তুলে ধনখড়ের মঞ্চে যেতে অস্বীকার করেন বনমন্ত্রী। তিনি জানান, তাঁর না যাওয়ার কারণ রাজ্যপালকে তিনি আলাদা করে বুঝিয়ে বলেছেন। সাংবাদিকদের সামনে অর্জুন সিংকে ‘পেশাদার খুনি’ বলে মন্তব্য করে জ্যোতিপ্রিয় বলেন, খুনের ঘটনায় পুলিস একজনকে গ্রেফতার করেছে। খুন করিয়েছে অর্জুন সিং। আমরা জানি ঘটনার নেপথ্যে কে রয়েছে। গান্ধীজির অনুষ্ঠানে আমরা যখন এসেছি, তখন রাজ্যপালের পাশে একজন ‘প্রফেশনাল কিলারকে’ রাখা হয়েছে। এটা আমাদের বাংলার লজ্জা। আমি রাজ্যপালকে সে কথা জানিয়ে দিয়েছি। আমার সৌজন্য আছে, আমি সরকারের প্রতিনিধি হয়ে এসেছি। তাই মঞ্চে না উঠলেও নীচে বসেছিলাম। আমার প্রতিবাদ আমি জানিয়েছি।

error: Content is protected !!