
ভোররাতে কালবৈশাখীতে লন্ডভন্ড দুই দিনাজপুর, আহত ২
রবিবার ভোররাতে আচমকাই কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা ৷ ঘটনায় দুই জেলার দুই ব্লকে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রায়গঞ্জে দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী, পালশা-সহ একাধিক এলাকায় কালবৈশাখীর দাপটে ঘরের টিনের চাল উড়ে গিয়েছে ৷ এমনকি গাছের ডাল ভেঙে ঘরের ভিতরে ঢুকে যায় ৷ সেই সময় ঘরের মধ্যে তিনমাসের সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন সাবিনা খাতুন ৷ কোনও মতে কোলের শিশুকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন ৷ বিদ্যুতের খুঁটিও উপড়ে গিয়েছে ঝড়ের তাণ্ডবে ৷ বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ আবারও ঝড়বৃষ্টি হয়, তাহলে আশ্রয়হীন হয়ে পড়তে হবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন গ্রামবাসীরা ৷