বাড়ির কালীপুজোয় ‘ঘরের মেয়ে’ মমতা, নিজের হাতেই করলেন ভোগ রান্না

প্রত্যেকবারই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও কালীপুজো হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সারাদিন উপোস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান বা কোনও দল নেত্রী নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন দেখা যায় গৃহকর্ত্রী হিসেবে। রান্নাঘর থেকে ঠাকুর ঘর সবদিকে যার কড়া নজর। এমনকী বাড়িতে পুজো দেখতে ও নিমন্ত্রণ রক্ষা করতে আসা অতিথিদের প্রত্যেককে নিজে আপ্যায়ন করেন তিনি। নজর রাখেন তাদের সুযোগ সুবিধার দিকেও। কদিন আগে পায়ের কারণে ভুগলেও কালীপুজোর উপবাসে কোনও বিরতি দেননি মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো এবছরও দিনভর উপোস করে পুজোর আয়োজন করেছেন তৃণমূল সুপ্রিমো। গোটা বাড়িতে বাতি লাগালেন। নিজে হাতেই সাজালেন। এমনকী প্রতিবারের মতো এবারও নিজে হাতে রাঁধলেন দেবীর ভোগ। কালীপুজোয় প্রতিবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতেই বাড়ির পুজোর ভোগ রান্না করতে দেখা যায়। প্রতিবারের মতো এবারও বন্দ্যোপাধ্যায় বাড়ির কালীপুজোর ভোগে রয়েছে খিচুড়ি, লাবড়া। এছাড়া আলু-বেগুনের মতো পাঁচ রকমের ভাজা থাকবে। আর থাকবে চাটনি ও পায়েসও। অতিথি আপ্যায়ন থেকে পুজোর আয়োজন সব একা হাতেই সারেন তৃণমূল সুপ্রিমো। এবছর দেখা গেল পায়ে ব্যথার কারণে একটু উঁচু জায়গায় বসে পুজোর তদারকি করতে।  কালীপুজো উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কর্মীরা ছাড়াও আসেন বহু মানুষ। সাধারণ মানুষের জন্যেও এদিন দরজা থাকে খোলা। প্রত্যেককে দেওয়া হয় ভোগ।

error: Content is protected !!