সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ধৃত কন্নড় অভিনেত্রী

পোশাকের মধ্যে লুকিয়ে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার কন্নড় অভিনেত্রী রান্যা রাও ৷ তাঁর কাছ থেকে 14.8 কেজি সোনা উদ্ধার হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন রাজস্ব গোয়েন্দা অধিদফতরের আধিকারিকরা ৷ সোমবার রাতে গ্রেফতার করা হয় ওই অভিনেত্রীকে ৷ তারপর তাঁকে অর্থনৈতিক অপরাধ আদালতে(ইকোনমিক ওফেনসেস কোর্টে) পেশ করা হয় ৷ আদালত রান্যা রাওকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে । রাজস্ব গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা জানান, রান্যা রাও সোমবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বেঙ্গালুরু এসেছিলেন ৷ ঘন ঘন বিদেশে ভ্রমণ করতেন তিনি ৷ সেই কারণে তাঁর উপর আগে থেকেই নজরদারি চালানো হচ্ছিল ৷ তদন্তকারীদের দাবি, কন্নড় অভিনেত্রী সোনার কিছু অংশ পরে ছিলেন এবং বাকি তাঁর পোশাকের ভিতর সোনার বার লুকিয়ে রেখে পাচার করেছিলেন বলে অভিযোগ । গোয়েন্দা সূত্রে খবর, 15 দিনের মধ্যে চারবার দুবাই গিয়েছিলেন অভিনেত্রী ৷ এতেই কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং সোমবার তিনি ফিরে আসার পর তল্লাশি করা হয় । এই তল্লাশিতেই রান্যা রাওয়ের কাছ থেকে ওই বিপুল পরমাণ সোনা উদ্ধার হয় বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, অভিনেত্রী ভিন্ন পরিচয় দিয়ে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন । তিনি বেঙ্গালুরু বিমানবন্দর নামার সময় নিজেকে কর্ণাটক পুলিশের ডিরেক্টর জেনারেলের মেয়ে বলে দাবি করেছিলেন এবং স্থানীয় পুলিশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যাতে তারা তাঁকে এসকট করে বাড়িতে পৌঁছে দেয় । তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে অভিনেত্রীর দাবি আদৌ সত্যি কি না ৷ তিনি যদি পুলিশের পরিবারের কেউ হয়ে থাকে তাহলে তাঁর কার্যকলাপ সম্পর্কে বাড়ির লোক আবগত ছিলেন কি না ৷ রান্যা রাওকে গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুর এইচবিআর লেআউটে ডিআরআই সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছিল । কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে যে অভিনেত্রী একাই এই কাজ করছিলেন নাকি দুবাই এবং ভারতের মধ্যে পরিচালিত একটি বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের অংশ ছিলেন তিনি । উল্লেখ্য, 2014 সালে মুক্তি পাওয়া ‘মানিক্য’ ছবিতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করেছিলেন রান্যা রাও ৷ সেখান থেকে বেশ পরিচিত লাভ করেন তিনি ৷ আরও কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবিতেও অভিনয় করেছেন রান্যা । তবে কীভাবে সোনা পাচারে তিনি জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

error: Content is protected !!