এবার পুজোতে সোনা দা-আবির-ঝিনুকের নতুন অ্যাডভেঞ্চার ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর রহস্যভেদ

আবারও নতুন এক রহস্যভেদ করতে আসছে সোনাদা। দুর্গেশগড়ের গুপ্তধনের পর আরেকবার ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন আসছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর রহস্যভেদ করতে। আবির চট্টোপাধ্যায় অর্থাৎ পর্দার সোনাদা যেভাবে চরিত্রটিকে ফুটিয়ে তোলেন, তা ফেলুদা, ব্যোমকেশ থেকে একেবারেই আলাদা। অন্যদিকে রয়েছে অর্জুন চক্রবর্তী ও ঈশা সাহার অনবদ্য রসায়ন। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পর তৃতীয় সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সিনেমার টিজার মুক্তি পেয়েছে আজ । দর্শকদের মাঝে ইতিমধ্য়েই তৈরি হয়েছে অন্যরকম এক উন্মাদনা। আজ সকালে ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক প্রকাশ করেছেন আবির চট্টোপাধ্যায়। ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “এবার পুজো তে… সোনা দা-আবির-ঝিনুকের নতুন অ্যাডভেঞ্চার, #KarnasubarnerGuptodhon আসছে ৩০শে সেপ্টেম্বর।” ফলে পুজোয় বাংলার ছবির দর্শকদের জন্য সুখবরই বটে।

error: Content is protected !!