হাসপাতালে ভর্তি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী

হাসপাতালে ভর্তি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। শনিবার রাতে জ্বর নিয়ে বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি হন তিনি। রাত পোহাতে জানা গেল, ভালই আছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। তেমন জ্বর না থাকলেও সামগ্রিক দুর্বলতা রয়েছে তাঁর। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র বিপন্মুক্ত।আপাতত সুস্থ রয়েছেন কুমারস্বামী। আর কিছু দিনের মধ্যেই কর্নাটকে বিধানসভা ভোট। সেখানে দলকে মজবুত জায়গায় নিয়ে যেতে উদয়াস্ত পরিশ্রম করছেন সব রাজনৈতিক দলের নেতারাই।

error: Content is protected !!