কর্ণাটকে এসইউভি গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

সোমবার কর্ণাটকে এসইউভি গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় এসইউভিতে থাকা ৬ জন যাত্রীরই প্রাণ গিয়েছে। কর্ণাটকের সাথানুর শহরের কাছে কেম্মলে গেটে গাড়ি দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর,দুর্ঘটনায় হতাহতরা বেঙ্গালুরুর চাঁদপুরার তীর্থযাত্রী ছিলেন। যারা চামরাজানগরের মহাদেশ্বর মন্দির ভ্রমণ সেরে ফিরছিলেন। ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় তাঁদের গাড়ি। ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে রয়েছে এসইউভি। নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে নাগেশ, পুট্টুরাজু, জ্যোর্তিলিঙ্গপ্পা (গাড়ির মালিক), গোবিন্দ এবং কুমার হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বাসের চালকও ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে থাকা কয়েকজন যাত্রীও সামান্য চোট হয়েছেন বলে খবর।

error: Content is protected !!