ভ্যাকসিন নেওয়ার এক মাস পর কোভিড পজিটিভ কেরলের মুখ্যমন্ত্রী

ভ্যাকসিনের প্রথম ডোস নেওয়ার এক মাস পর কোভিড-১৯ পজিটিভ হলেন পিনারাই বিজয়ন। তবে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, তাঁর শরীরে কোভিডের কোনও লক্ষণ নেই। তিনি উপসর্গহীন। বর্তমানে উত্তর কেরলের কান্নুরে বাড়িতেই আছেন তিনি। নিজেই ট্যুইট করে জানিয়েছেন করোনা সংক্রমণের কথা। কেরলের মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি কোভিড পজিটিভ নিশ্চিত হয়েছি। কোঝিকোড়ের সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা করাব। সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, এমন সবাইকে বলব নিভৃতাবাসে থাকুন। নিজের দিকে খেয়াল রাখুন।গত ৩ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন বিজয়ন। ৭৫ বছরের মার্কসবাদী নেতা তখন বলেছিলেন, কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া একটা দারুণ অভিজ্ঞতা। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।

error: Content is protected !!