আগামী ৮ থেকে ১৬ মে পর্যন্ত কেরালায় সম্পূর্ণ লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন। করোনার বাড়বাড়ন্তের কারণেই আগামী ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে রাতে কার্ফু চালানো হচ্ছে রাজ্যে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু থাকছে। উইকেন্ডে সেমি-লকডাউনও চালানো হচ্ছিল। এদিন একটি ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ন। তিনি লিখেছেন, ‘কেরালার গোটা রাজ্যে ৮ মে ভোর ৬টা থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন করা হবে। কোভিড ১৯-এর ভয়ানক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।’ একদিন আগেই বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কোভিডের এই অস্বাভাবিক বাড়াবাড়িকে আটকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কেরালা ছাড়াও একাধিক রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।

 

error: Content is protected !!
21:27