
প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা
প্রয়াত ভারতের সবচেয়ে বয়স্ক বিলিয়নিয়ার। আজ বুধবার প্রয়াত হলেন মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা। বয়স হয়েছিল ৯৯ বছর। ২০১২ সালে তিনি তাঁর প্রতিষ্ঠানের দায়িত্ব ভাইপো আনন্দ মাহিন্দ্রার হাতে দিয়ে অবসর নেন। সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১০২ কোটি মার্কিন ডলার। তাঁর 48 বছরের সময়কালেই মাহিন্দ্রা গ্রুপ অটোমোবাইল ইন্ডাস্ট্রির পাশাপাশি IT, রিয়েল এস্টেট, ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যবসাতেও নিজেদেরকে ছড়িয়ে দিয়েছিল। এই 48 বছর তিনি ছিলেন কোম্পানির চেয়ারম্যান। বিশ্বের তাবড় তাবড় কোম্পানিগুলির সঙ্গে তিনি মাহিন্দ্র গ্রুপের বিজনেসে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ব্রিটিশ টেলিকম, ইউনাইটেড টেকনোলজিস, উইলিস কর্পোরেশনের মতো বৈদেশিক সংস্থার সঙ্গে মাহিন্দ্রাদের জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এই বিলিয়নিয়ারের মৃত্যু প্রসঙ্গে পবন গোয়েঙ্কা টুইট করে বলেন, “শিল্পজগৎ আজ এক দীর্ঘ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে হারাল। শ্রী কেশুব মাহিন্দ্রার কোনও সমকক্ষ পাওয়া যাবে না। আমার জানার মধ্যে তিনি সবচেয়ে ভালো একজন ব্যক্তি। আমি সবসময় তার সঙ্গে মিটিং করার জন্য উদগ্রীব থাকতাম। তিনি যেভাবে ব্যবসা, অর্থনীতি এবং সামাজিক বিষয়গুলিকে একসঙ্গে জুড়ে রাখতেন তা দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। ওম শান্তি।।”