কানাডায় ফের এক খলিস্তানপন্থীর হত্যা

ফের এক খলিস্তানপন্থী ‘জঙ্গি’র হত্যা। কানাডার উইনিপেগ এলাকায় সুখদোল সিং ওরফে সুখা দুনেকের একটি গ্যাং ওয়ারে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের মোগা জেলার অন্যতম কুখ্যাত গ্যাংয়ের সদস্য ছিল সে। তার পাশাপাশি প্রকাশ্যে খলিস্তানের দাবির জোরালো সমর্থকও ছিল। উল্লেখ্য, খলিস্তানপন্থী হরজিত সিং নিজ্জরও এই বছরের জুন মাসে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হামলায় প্রাণ হারায়। তার মৃত্যুর পিছনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের হাত রয়েছে বলে দাবি করেন। যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার কূটনৈতিক সংঘাত এখনও চলছে।

error: Content is protected !!