‘কানাডা নিরাপদ দেশ’, ভারতের সতর্কতার পরামর্শ খারিজ ট্রুডো সরকারের

খালিস্তানি জঙ্গি নির্জ্জরের খুনের পর ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। নির্জ্জর খুনের পর ভারতের নাগরিকরা যাতে কানাডায় সতর্ক থাকেন, সতর্কতা অবলম্বন করেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে। কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্কতার পরামর্শ কার্যত খারিজ করা হয় জাস্টিন ট্রুডো সরকারের তরফে। কানাডা ‘অত্যন্ত নিরাপদ’ দেশ বলে দাবি করেন সে দেশের মন্ত্রী ডমিনিক লেবনাক। কানাডায় ভারত বিরোধী খালিস্তানি জঙ্গিরা আশ্রয় নিচ্ছে। কানাডায় আশ্রয় নেওয়া খালিস্তানি জঙ্গিরা যেভাবে ইন্দো-কানাডিয়ান হিন্দুদের হুমকি দিচ্ছে, তার জেরেই জারি করা হয় সতর্কতা। বিদেশ মন্ত্রকের তরফে সতর্কতা জারির পর তা খারিজ করে কানাডা সরকার। ভারতীয় কূটনীতিকরা যাতে দেশ বিরোধী স্লোগান বা কাজের বিরোধিতা করছেন, তাঁরা যাতে সতর্ক থাকেন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে বসবাসকারী কানাডার নাগরিকরা সতর্ক থাকুন বলে ট্রুডো সরকার যখন সতর্কতা জারি করে, তার পরপরই বিদেশ মন্ত্রকের তরফে পালটা পরামর্শ দেওয়া হয় কানাডার প্রবাসী ভারতীয়দের প্রতি। যা নিয়ে ফের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে।

error: Content is protected !!