গান্ধী পরিবারের উপস্থিতিতে সভাপতি পদে দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়গে

গান্ধী পরিবারের উপস্থিতিতে বুধবার সভাপতি পদে দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়গে। ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে কারোর হাতে গেল সভাপতির পদ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা থেকে বিরতি নিয়ে এদিনের অনুষ্ঠানে এসেছিলেন রাহুল। শপথগ্রহণের আগে এদিন প্রথমে গান্ধীজির সমাধিস্থলে যান নয়া নির্বাচিত সভাপতি। সেখানে প্রণাম সেরে তারপর মঞ্চে ওঠেন। সভাপতি হওয়ার পর নিজের প্রথম ভাষণে তিনি ধন্যবাদ জানান প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীকে। দলের একজন সাধারণ কর্মী থেকে সভাপতি হয়ে ওঠার যাত্রার কথাও এদিন শোনা যায় খাড়গের মুখে। সভাপতি হওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানান সনিয়াও। ৮০ বছরের অভিজ্ঞ নেতার নেতৃত্বে দলের ঘুরে দাঁড়ানোর কথাও বলেন তিনি। বর্তমানে কংগ্রেস যে অন্যান্য দলের তুলনায় অনেকটাই পিছিয়ে তা বলতেও দ্বিধাবোধ করেননি প্রাক্তন সভাপতি। তবে কংগ্রেস কখনোই পরাজয় মেনে নেয়নি। সেই প্রসঙ্গ ধরেই বর্তমান বিজেপি সরকার এবং আরএসএসকে সরাসরি আক্রমণ করেন খাড়গে। তাঁর মতে, বিজেপি সরকার ভারতকে মিথ্যের পথে নিয়ে যাচ্ছে। সেখান থেকে ভারতের সাধারণ নাগরিকদের আবার সত্যের রাস্তায় ফিরিয়ে আনতে কাজ করবে কংগ্রেস। তাছাড়া জনসংযোগের জন্য রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কথাও বলেছেন তিনি।

error: Content is protected !!