খিদিরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির উপর উল্টে গেল লরি, মৃত এক

রাতের শহরে পথ দুর্ঘটনা। খিদিরপুরে গাড়ির উপর উল্টে গেল বিশাল লরি। খিদিরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলের। শনিবার রাতে গাড়ির উপর উল্টে যায় লরি। এদিন রাত সাড়ে নটা নাগাদ কাঁটাপুকুর রোড দিয়ে যাচ্ছিল ছোট গাড়িটি। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির উপর উল্টে যায় সারবোঝাই লরি। লরির তলায় চাপা পড়ে যায় গাড়ি। পরে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে গাড়িচালককে উদ্ধার করেন। গাড়িচালকের আসনে ছিলেন কাউন্সিলর রামপেয়ারে রামের ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের দাবি, বেহাল রাস্তার জেরেই দুর্ঘটনা। খিদিরপুরে কাঁটাপুকুর রোডের বেহাল অবস্থার জন্যেই দুর্ঘটনা। ঊনআশি নম্বর ওয়ার্ডের মধ্যেই এই রাস্তা। 

error: Content is protected !!