রাত পোহালেই বিয়ে, জয়সলমীরে পৌঁছে গেলেন সিদ্ধার্থ-কিয়ারা

৬ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে বিয়ের আসর। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে বলে কথা। তার আগেই জয়সালমীরে পৌঁছে গেল ব্রাইড অ্যান্ড গ্রুম। কিয়ারার পরনে ছিল সাদা পোশাক আর জড়ানো ছিল গোলাপি চাদর। অন্যদিকে, কালো রঙের পোশাক পরেই বিয়ের ভেনুতে পৌঁছেছেন সিদ্ধার্থ। জয়সলমীরের সূর্যগড় প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে।  রাতেই জয়সলমীর পৌঁছেছেন সিদ্ধার্থ। মণীশ মলহোত্রার সঙ্গে জয়সলমীর পৌঁছেছেন কিয়ারা। 

error: Content is protected !!