
কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আসছে প্রথম সন্তান
সুখবর দিলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷ আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান । শুক্রবার কিয়ারা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই আনন্দের খবর ভাগ করে নেন তাঁর ভক্তদের সঙ্গে ৷ সোশ্যাল মিডিয়ায় একটা মিষ্টি ছবি পোস্ট করে সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নেন বলিউড অভিনেত্রী কিয়ারা। সেই ছবিতে দেখা যাচ্ছে, দম্পতির দুই জোড়া হাতের উপর ছোট্ট এক জোড়া সাদা মোজা ৷ ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমাদের জীবনের সবথেকে বড় উপহার । শীঘ্রই আসছে ।” উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় প্রেমে পড়েন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি । 2021 সালের ছবিটি ছিল একসঙ্গে তাঁদের প্রথম প্রজেক্ট । পরের বছর তাঁরা প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করেন ৷ করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ সিদ্ধার্থ বলেছিলেন, “আমি একটি উজ্জ্বল এবং সুখী ভবিষ্যৎ আশা করছি । যদি এটি সে হয়, তবে এটি দুর্দান্ত হবে ।” তবে, কিয়ারাই তাঁদের সম্পর্কের বিষয়টি প্রথম নিশ্চিত করে বলেছিলেন যে, তাঁদের সম্পর্কটা বন্ধুত্বের থেকেও বেশি । এরপর 2023 সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা । ছুটি কাটানো থেকে ডিনার ডেট, রোমান্টিক মুহূর্তের নানা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গিয়েছে এই সেলেব দম্পতিকে ৷ যা দেখে তাঁদের প্রচুর ভালোবাসা দিয়েছেন অনুরাগীরা ৷ তাঁদের সন্তান আসা নিয়ে নানা গুজবও ছড়িয়েছে ৷ তবে এবার নিজেরাই সুখবরটা দিলেন সেলেব কাপল ৷