
KKR vs RR: ৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স
ইডেনে প্রথম ম্যাচে হারের পর কেকেআরের একাধিক পরিকল্পনা নিয়ে কথা হয়েছিল।বিশেষ করে বোলারদের দিকে আঙুল উঠেছিল। ব্যাটিংয়ে বড় ইনিংস তৈরি না হওয়াটাও ছিল কাঠগড়ায়। প্রথম ম্যাচে হারের শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল কেকেআর। গুয়াহাটির মাঠে চ্যাম্পিয়নের মেজাজে ফিরল কলকাতা নাইট রাউইডার্স। ১৭.৩ ওভারে জয়ের জন্য রান তুলে ফেলল তারা। আর এই জয়ের নেপথ্য নায়ক কুইন্টন ডি কক। আট উইকেটের বড় ব্যবধানে জিতল। পিচ বোঝার জন্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। গুয়াহাটিতে চলতি আইপিএলে এটা প্রথম ম্যাচ। ফলে পিচ কেমন হবে সেটা একটা বড় বিষয় ছিল। সেটা যেন ঠিকঠাক রিড করতে পারলেন অভিজ্ঞ অধিনায়ক অজিঙ্ক রাহানে। ৩০০-র কাছাকাছি যেই আইপিএলে ম্যাচ হচ্ছে, সেখানে কম রানে শেষ হলো ম্যাচ। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে তোলে ১৫১ রান। ধ্রুব জুরেলের ৩৩, যশস্বী জয়সোয়ালের ২৯ ও রিয়ান পরাগের ২৫ বাদে আর কেউ বলার মতো রান করতে পারেননি। সঞ্জু স্যামসন এই ম্যাচেও ব্যর্থ হন। প্রশ্নের ওঠে তাঁর আউট হওয়ার ধরন নিয়ে। নাইট রাইডার্সের প্রাক্তনী নীতীশ রানার থেকে বড় ইনিংস আশা করলেও তিনি মইন আলির বল বুঝতে পারলেন না, করলেন ৮ রান।কেকেআরের হয়ে এই ম্যাচে দুটি করে উইকেট নেন বৈভব আরোরা, হর্ষিত রানা, মইন আলি, বরুণ চক্রবর্তী। একটি উইকেট নেন স্পেনসর জনসন। গত ম্যাচের মতো এই ম্যাচেও বল করেননি আন্দ্রে রাসেল। সুনীল নারিন না খেলায় তাঁর জায়গায় নামা মইন আলি তাঁর অভাব বুঝতে দিলেন না। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুটো উইকেট নেন। বরুণ দেন ১৭ রান। কম রান তাড়া করাটা কেকেআরের কাছে খুব একটা চ্যালেঞ্জের ছিল না। এর অন্যতম কারণ ছিল কুইন্টন ডি ককের ইনিংস। অভিজ্ঞ প্লেয়ারের মতো ম্যাচের গতি বাড়ানো বা কমানোর কাজ করলেন।এই ম্যাচে ওপেন করতে নামা মইন আলি রান পেলেন না, তিনি করলেন ৫ রান। অধিনায়ক অজিঙ্ক রাহানে গত ম্যাচে রান পেলেও এই ম্যাচে করলেন মাত্র ১৮। তবে এই কম রান চেজ করার জন্য ডি কক একাই যথেষ্ট। নিজের দিনে তিনি একাই শেষ করতে পারেন ম্যাচ। সেটাই করলেন। ৬১ বলে ৯৭ রানের ইনিংস খেললেন। সঙ্গে অঙ্গকৃষ রঘুবংশী ১৭ বলে করলেন ২২ রান।