হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ে পথে ফিরল কলকাতা নাইট রাইডার্স

২০২৪ সালের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছিল কলকাতা। ইডেন গার্ডেন্সে বৃহস্পতি সন্ধ্যায় মুখোমুখি হল সেই দুই দল। তবে এবার লিগের খেলায়।  ব্যাটে-বলে দুরন্ত কেকেআর ফুঁ দিয়ে উড়িয়ে দিল এসআরএইচকে। কলকাতা একেবারে খেলল চ্যাম্পিয়নদের মতো। এদিন কেকেআর টস জিতে প্যাট কামিন্স টস জিতে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন অজিঙ্কা রাহানেদের। ৩ ওভারের ভিতর ১৬ রানে দুই ওপেনারকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। কুইন্টন ডি কক (১) ও সুনীল নারিন (৭) গ্যালারিকে হতাশ করে ফিরে যান।  প্রাথমিক ধাক্কা সামলে রাহানে (২৭ বলে ৩৮), অঙ্গকৃষ রঘুবংশী (৩২ বলে ৫০), ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৬০) ও রিঙ্কু সিংরা (১৭ বলে ৩২) জ্বলে ওঠেন। নির্ধারিত ওভারের শেষে কলকাতা ৬ উইকেট হারিয়ে ২০০ রান তুলতে সমর্থ হয়েছিল। কলকাতার রান তাড়া করতে নেমেই হায়দরাবাদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। কমলা শিবিরের ভয়ংকর টপ অর্ডার চূড়ান্ত ফ্লপ আবারও। ট্রাভিস হেড (৪), অভিষেক শর্মা (২), ঈশান কিশান (২) আসেন আর চলে যান! তিনি ওভারের ভিতর ৯ রানে চলে যায় ৩ উইকেট, ওখানেই কলকাতা ম্যাচ বার করে নিয়েছিল। এরপর নীতীশ কুমার রেড্ডি (১৯), কামিন্ডু মেন্ডিস (২৭) ও হেনরিখ ক্লাসেন (৩৩) মিডল অর্ডারে রান সরবরাহের চেষ্টা করেছিলেন। তবে ২০০ রান তাড়া করার মতো রসদ আর দলের কাছে ছিল না। আটে নেমে অধিনায়ক কামিন্স ১৪ রানের ইনিংস খেলেন এদিন। শেষ পর্যন্ত এসআরএইচ ১৬.৩ ওভারে ১২০ রান তুলতে সমর্থ হয়। ৮০ রানে জিতল কেকেআর।  কেকেআরের হয়ে বল হাতে কামাল করলেন পেসার বৈভব অরোরা ও স্পিনার বরুণ চক্রবর্তী। বৈভব রঘুবংশীর বদলে ইমপ্যাক্ট প্লেয়ার সাব হিসেবে নেমে ৩ উইকেট তুলে নেন। বরুণও নেন ৩ উইকেট। আন্দ্রে রাসেল ২টি ও সুনীল নারিন নিয়েছেন একটি করে উইকেট। 

error: Content is protected !!