
ইডেনে কেকেআর-লখনউ ম্যাচের দিন বদল, ৬ তারিখের পরিবর্তে আগামী ৮ এপ্রিল
৬ এপ্রিল রামনবমী। সেই দিনই ইডেনে হওয়ার কথা ছিল কেকেআর বনাম লখনউ ম্যাচ। সেদিন নিরাপত্তার স্বার্থে আদৌ কলকাতায় আইপিএলের ম্যাচ করা সম্ভব কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তার মেঘ কেটে যেতে বসেছে। কলকাতা থেকে সরছে না কেকেআর বনাম লখনউ ম্যাচ। রামনবমীর দিন ইডেনে হচ্ছে না সেই ম্যাচ। ৬ তারিখের পরিবর্তে আগামী ৮ এপ্রিল ইডেনে মুখোমুখি হবেন রাহানে ও পন্থরা। জানিয়েছে বিসিসিআই। ইডেন থেকে যে গুয়াহাটিতে ম্যাচ সরছে না, এ খবরেই খুশি নাইটভক্তরা। আগামী ৬ এপ্রিল রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাই সতর্ক কলকাতা পুলিশ। বিসিসিআই জানিয়ে দিয়েছে, ম্যাচ ইডেনেই হবে, তবে ৬ তারিখের বদলে হবে ৮ এপ্রিল। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি সাড়ে সাতটাতেই হবে। আর ৮ এপ্রিল বেলা ৩.৩০ মিনিটে ইডেনে নামবে কেকেআর এবং লখনউ। আর ওইদিনই রাত সাড়ে সাতটায় মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও চেন্নাই।