আর্থিক সংকটের জেরে পেনশন বন্ধ করে দিল কলকাতা পুরসভা

চরম আর্থিক সংকটের জেরে বন্ধ হয়ে গেল কলকাতা পুরসভার পেনশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়। আচমকা এমন ঘোষণায় উদ্বেগে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। চিন্তিত ঠিকা কর্মীরাও। কারণ, গত ৮–৯ মাস ধরে তাঁদের প্রাপ্য বকেয়া রয়েছে। তবে আর্থিক হাল দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এটা ঘটনা, গত ডিসেম্বরে কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম। শপথ নেওয়ার দিনই তিনি জানান, বিপুল দেনা মাথায় নিয়ে মেয়রের চেয়ারে বসছেন, আর্থিক টানাটানির মধ্যেই তাঁকে কাজ চালিয়ে যেতে হবে। তবে দায়িত্ব নিয়েই সমাধানের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। রাজ্য সরকারের কাছে ৭০০ কোটি টাকা দেওয়ার আবেদন জানান। পাশাপাশি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তরফে ২০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। এভাবেই বকেয়া পূরণ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন মেয়র। কিন্তু তাতেও যে সুরাহা হয়নি, তার প্রমাণ মিলল বৃহস্পতিবার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরের পর যেসব পুরকর্মী অবসর নিয়েছেন, তাঁদের পেনশন আপাতত দেওয়া যাচ্ছে না। আর্থিক সংকটের কারণও গোপন করা হয়নি বিজ্ঞপ্তিতে। এই মুহূর্তে ২২ হাজার স্থায়ী কর্মী রয়েছেন কলকাতা পুরসভায়। তাঁদের বেতন দেয় রাজ্য সরকার। আর ২৬ হাজার অস্থায়ী কর্মীর পারিশ্রমিকের দায়িত্ব পুরসভার। এই সব কর্মীদেরও বেতন আটকে রয়েছে। 

error: Content is protected !!
13:09