ঘূর্ণিঝড় মোকাবিলায় কলকাতা পুরসভার জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পৌরনিগম। উদ্যান বিভাগ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, আলো বিভাগ, নিকাশি বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের ১০ থেকে ১২ মে পর্যন্ত সব ছুটি বাতিল করা হয়েছে । পৌর-কমিশনার বিনোদ কুমার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন।নির্দেশিকায় বলা হয়েছে, সবকটি বিভাগ এবং বরোগুলিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি দ্রুত সেরে ফেলবেন । আমফানের সময় যে ভাবে সমন্বয় রেখে কাজ হয়েছিল সে ভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং মোকাবিলা করতে হবে । রাজ্য সরকারের সেচ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিটি মুহূর্তে সমন্বয় রেখে কাজ করতে হবে কর্মীদের । জোয়ার এবং ভাটার সময় গঙ্গার গেট খোলা, খালগুলি দিয়ে জল নিষ্কাশন – সব ক্ষেত্রে সমন্বয় রেখে কাজের কথা জানান পৌর কমিশনার 

error: Content is protected !!