ফের কলকাতা বিমানবন্দরে আবার বোমাতঙ্ক
আবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। চেন্নাইগামী কলকাতার ওই বিমানে বোমা আছে বলে আতঙ্ক ছড়ানো হয়। বিমানে বোমা রাখা আছে বলে ফোন আসে ইন্ডিগোর কাছে। তখনই কোনও ঝুঁকি না নিয়ে সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সকলেই সুরক্ষিত আছেন বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, রবিবার বিমানটি কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। এই বোমাতঙ্কের খবর ছড়ানোর জন্য একজনকে আটক করা হয়েছে। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এই জিজ্ঞাসাবাদ চলছে। তবে বিমানে বোমা রাখা আছে বার্তা পেয়ে তৎক্ষণাৎ ম্যানেজার তড়িঘড়ি এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে থামিয়ে দেয়। সমস্ত যাত্রীকে নামিয়ে আনা হয় ইন্ডিগোর বিমান থেকে। পরে বিমানটিকে আইসোলেশন বে’তে নিয়ে গিয়ে রাখা হয়। কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব থাকা সিআইএসএফের বম্ব স্কোয়াড এবং দমকল অফিসাররা বিমানে তল্লাশি অভিযান চালান। বিমানবন্দরের অফিসাররা উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন। আজ, রবিবার আবার দমদম বিমানবন্দরে এমন হুমকিতে আরও বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা। বোমা রাখা রয়েছে এমন খবর আগে পেয়ে ১১টি বিমানকে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়েছিল।