
পার্কিং নিয়ে বচসার জেরে পিটিয়ে খুন ক্যাব চালককে
খাস কলকাতায় এক অনলাইন ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার বিজয়গড়ে। জানা গিয়েছে, রাস্তার পাশে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এলাকার লোকজনের সঙ্গে প্রথমে বচসা হয় ওই ক্যাব চালকের। পরে ওই ক্যাব চালককে বেধড়ক মারধর করে এলাকার কয়েকজন যুবক। তাদের মাড়ের চোটে ওই ক্যাপ চালোকের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। পরে ওই চার পাঁচ জন যুবক ঘটনার স্থল ছেড়ে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় ওই ক্যাব চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এলাকার বাসিন্দারা। শনিবার সকালে ওই ক্যাব চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ক্যাব চালকের নাম জয়ন্ত। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা যাদবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই খুনের মামলার রুজু করেছে যাদবপুর থানার পুলিশ। গোটা ঘটনায় যাদবপুর থানার পাশাপাশি তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ সকালে ঘটনাস্থলে হাজির হন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। আজ দুপুরের পর ঘটনাস্থলে যেতে পারেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করে পুলিশ জানতে পেরেছে গতকাল রাত এগারোটা নাগাদ যাদবপুর থানা এলাকার বিজয়গড় এর কাছে লালকায় প্রতিদিনের মতো নিজের বাড়ির সামনে নিজের ক্যাব রাখছিলেন জয়েন্ত। সেই সময় একদল যুবক আসে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সেখানে তাকে গাড়ি পার্ক করতে মানা করে। তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন জয়ন্ত। এরপরই জয়ন্তকে ধাক্কা মেরে প্রথমে রাস্তায় ফেলা হয়। পরে চলে নির্মম অত্যাচার। তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, একটি বাঁশের লাঠি দিয়েও জয়ন্তকে একাধিকবার আঘাত করা হয়েছে। রাস্তায় পড়ে যাওয়াতে তার মাথায় চোট লাগে। ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। পরে এলাকার লোকজন জড়ো হলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় ওই ক্যাব চালককে হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তার মৃত্যু হয়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।