
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। সেই আসরের একটি অনুষ্ঠান রাখা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও। চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি একেবারে জোরকদমে শুরু হয়ে গিয়েছে। কেননা বিধানসভার অন্দরে নবনির্মিত একটি ভবন সদ্য উদ্বোধন করা হয়েছে। যার ভেতরে রয়েছে, একটি বিধানসভা কেন্দ্রিক মিউজিয়াম, একটি গ্রন্থাগার, উন্নত মানের একটি অডিটোরিয়াম। দিন কয়েক আগেই এই ভবনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার এই নতুন ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও তৈরি করেছিলেন টলিউডের স্বনামধন্য পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। চলতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির প্রধানও হয়েছেন রাজ। উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অডিটোরিয়ামটিকে কলকাতা চলচ্চিত্র উৎসবের কাজে ব্যবহার করা যায় কি না, দেখতে বলেছিলেন রাজকে। সেই নির্দেশ পেয়েই শুরু হয় প্রস্তুতি। আগামী ১৯ ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হবে এই অডিটোরিয়ামে। যেখানে উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও। এছাড়াও রাজ বিধায়ক ও কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান হওয়ার পাশাপাশি বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও। তাই মূলত তাঁকেই সমস্ত দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।