খারাপ আবহাওয়ার জের ! ভুবনেশ্বরে জরুরি অবতরণ কলকাতাগামী ৮টি বিমানের

 খারাপ আবহাওয়ার জের ! ওড়িশা বিমানবন্দরে জরুরি অবতরণ করল ৮টি কলকাতাগামী বিমান ৷ ঘটনাটিকে কেন্দ্র করে ভুবনেশ্বরের বিজু পটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে রীতিমতো হুলস্থুল পরিস্থিতি ৷ সারারাত বিমানবন্দরেই কাটালেন অসন্তুষ্ট ও ক্ষুব্ধ যাত্রীরা ৷ বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ পুড়ছিল বাংলা ৷ শনিবার আবহাওয়ার খানিক পরিবর্তন হয় ৷ বজ্রবিদ্য়ুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতায় ৷ ঝড়বৃষ্টি শুরু হতেই কলকাতাগামী ৮টি বিমানকে ভুবনেশ্বরের দিকে পথ পরিবর্তন করা হয় ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৬টি বিমান অবশ্য ফের কলকাতার দিকে রওনা দেয় ৷ কিন্তু, ভুবনেশ্বরেই আটকে পড়ে বাকি ২ বিমান ৷ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয় ৷ যাত্রীদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এই প্রসঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি ৷ এমনকী, দুই বিমানের যাত্রীরা কখন ফিরবেন ? কীভাবে ফিরবেন ? এই প্রসঙ্গে কোনও জবাবও দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফে ৷ ঘটনাপ্রসঙ্গে ভুবনেশ্বর বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, শনিবার কালবৈশাখীর কারণে জরুরি অবতরণ করে 8টি বিমান ৷ তার মধ্য়ে 6টি ফের কলকাতায় ফিরে যায় ৷ তবে, বাকি দুটি বিমান ওড়িশায় থেকে যায় ৷

error: Content is protected !!