নিশীথের কনভয়ে হামলার ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপরে হামলার ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার দুপুর ১২ টায় মামলার পরবর্তী শুনানি। গত শনিবার দিনহাটায় নিজের কেন্দ্রে নিশীথ প্রামাণিকের উপরে হামলা হয় বলে অভিযোগ।