প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে! শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি আরও বাড়বে
শুক্রবার মধ্য রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঘন ঘন বজ্রপাত। এদিন দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও কলকাতায় হতে পারে বৃষ্টিপাত। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল। আবহবিদরা জানাচ্ছেন, রিমেলের প্রভাবে থেকে যাওয়া জলীয় বাষ্প এবং উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত হবে। সঙ্গে বৃহস্পতিবারই দেশে প্রবেশ করেছে বর্ষা। বৃহস্পতিবার ৩০ মে নির্ধারিত সময়ে কেরালাতে প্রবেশ করেছে বর্ষা। এর প্রভাবেও শনিবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ‘শনি, রবি, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ শনিবার থেকে টানা দুই থেকে তিন দিন কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। তাপমাত্রার পারদও নেমেছে স্বাভাবিকের নীচে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ।