
সল্টলেকে নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি
সল্টলেক মহিষবাথানে নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, মৃতের নাম লাল্টু পাল ৷ বয়স ৪০ বছর ৷ মৃত ব্যক্তি ছিলেন মালদার বাসিন্দা ৷ কর্মসূত্রে সল্টলেক মহিষবাথানে ভাড়া থাকতেন ৷ ড্রাই ফুড-এর ব্যবসা করতেন তিনি । যেখানে ভাড়া থাকতেন তার পাশেই একটি নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দেন লাল্টু পাল ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । জানা গিয়েছে, কয়েক বছর ধরে ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা চলছিল ৷ বিবাহ-বিচ্ছেদের মামলা চলছিল তাঁর ৷ ১০-১২ দিন আগে আইনি ভাবে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হয় ৷ পুলিশের অনুমান, তার জেরে ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন ৷ সে জন্যই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে ৷ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷