
শহরে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত রুফটপ রেস্তরাঁ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার সমস্ত রুফটপ রেস্তরাঁ। শুক্রবার থেকেই সব রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরনিগম। বড়বাজারের অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে। এরপরই কলকাতা পুলিশ, দমকল বিভাগ এবং পুরনিগমকে আলোচনা করার নির্দেশ দেন তিনি। সে মতো এদিন বৈঠকে বসে পুলিশ, দমকল ও পুরনিগম। আর এই আলোচনার পরই শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরের যাবতীয় রুফটপ রেস্তরাঁ বন্ধ রাখতে হবে। মেয়র ফিরহাদ হাকিম জানান, সিঁড়ির মতো ছাদও কারও একার নয়, বিক্রি করা যাবে না। এদিনের বৈঠকের পরই এনিয়ে নির্দেশিকা জারি করে পুরনিগম। মেয়র বলেন, “পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অনুরোধ করেছি, যাতে তিনি সমস্ত রুফ টপ রেস্তরাঁর নামের তালিকা আমাদের কাছে দেন। আমরা সেই রেস্তরাঁগুলিকে নোটিস পাঠিয়ে দেব।” তিনি আরও জানিয়েছেন, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। দিঘা থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলে গিয়ে হোটেলে দাহ্য পদার্থ মজুত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরপরই শুক্রবার পুরনিগমের তরফে রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হল।