আগামীকাল থেকে বদলে যাচ্ছে মেট্রোর সময়সূচি, বন্ধ টোকেন পরিষেবা

আগামীকাল, সোমবার থেকে রাজ্যে জারি হচ্ছে কোভিড বিধি নিষেধ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামিকাল থেকে লোকাল ট্রেন চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। কলকাতা মেট্রোর ক্ষেত্রেও খাটবে একই নিয়ম। তবে বিধিনিষেধ অনুযায়ী রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত জারি থাকবে যান ও লোকজন চলাচলে বিধিনিষেধ। সেকথা মাথায় রেখে মেট্রো রেলের শেষ ট্রেন ছাড়ার সময় এগিয়ে আনল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের দেওয়া বিবৃতি অনুযায়ী আগে মেট্রোর শেষ ট্রেন ছাড়ত রাত সাড়ে নটায়। এবার বদল হচ্ছে সেই টাইমিংয়ের। এখন থেকে দমদম ও কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। তবে ওই দুই স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ার সময়সূচি অপরিবর্তিতই থাকছে। রেলের ওই বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকে রোজ ২৭৬টি ট্রেনের পরিবর্তে চালানো হবে ২৭০টি ট্রেন। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এও জানিয়েছে, সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে টোকেন বন্ধ করা হবে। কেবলমাত্র স্মার্টকার্ডের মাধ্যমে মেট্রোয় চড়তে পারবেন যাত্রীরা।

প্রথম মেট্রোর সময়

🔴  সকাল ৭টা। দমদম থেকে দক্ষিণেশ্বর(অপরিবর্তিত)

🔴  সকাল ৭টা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর(অপরিবর্তিত)

🔴 সকাল ৭টা। দমদম থেকে কবি সুভাষ(অপরিবর্তিত)

🔴 সকাল ৭টা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ(অপরিবর্তিত)

শেষ মেট্রোর সময়

🔴 রাত ৮টা ৪৮ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ(আগে ছিল রাত ৯টা ১৮ মিনিট)

🔴 রাত ৯টা। দমদম থেকে কবি সুভাষ(আগে ছিল রাত ৯টা ৩০ মিনিট)

🔴 রাত ৯টা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর(আগে ছিল ৯টা ৩০ মিনিট) 

error: Content is protected !!