
ফের বিভ্রাট মেট্রোয়, সপ্তাহের প্রথম দিনেই যাত্রী দুর্ভোগ চরমে
সোমবার ফের একবার বিভ্রাট মেট্রোয়। সপ্তাহের প্রথম কাজের দিনই বিভ্রাট কলকাতা মেট্রোয়। সকাল ৯টা ৫৪ মিনিটে যে মেট্রোটি দক্ষিণেশ্বর থেকে ছেড়েছিল, সেটি থমকে যায় নোয়াপাড়ায়। তারপর প্ল্যাটফর্মে ঘোষণা করা হতে থাকে, শ্যামবাজার পর্যন্ত লাইন ক্লিয়ার নেই। তাই মেট্রো চলতে দেরি হবে। নোয়াপাড়া স্টেশনে কর্মরত আরপিএফ স্টাফেরা জানান, পরপর রেক দাঁড়িয়ে রয়েছে। তাই মেট্রো চলাচল থমকে রয়েছে। জানা গিয়েছে, কবি সুভাষ মুখী একটি রেকে যান্ত্রিক গোলযোগ হয়। সেটি বেশ খানিকক্ষণ থমকে যায়। কিছুক্ষণ পর তা চললেও পরের রেকগুলি থমকে যেতে থাকে। দশটা সতেরো মিনিট নাগাদ নোয়াপাড়ায় দাঁড়ানো রেকটি চলতে শুরু করে। আবার দমদম ঢোকার মুখে কিছুটা থমকে যায়। যদিও দশটা কুড়ি মিনিটে মেট্রোর ভিতর যাত্রীদের উদ্দেশে ঘোষণা হতে থাকে, শিগগির পরিষেবা স্বাভাবিক হবে।