Latest Posts
স্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টেরতারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টেরদেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এটা আমরা মানবো নাঃ মুখ্যমন্ত্রীযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টেরঘোলা হত্যাকান্ডে কফিতে বিষ মিশিয়ে অচৈতন্য করে গলার নলি কেটে খুন, ধৃত ২এবার ট্রাম্পকে ইরানের পালটা হুঁশিয়ারিকল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে উদ্ধার ব্যবসায়ীর দেহ, গ্রেফতার ২৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আরও ১০ পণবন্দিকে হত্যা করার হুঁশিয়ারি বালোচ বিদ্রোহীদেরবসন্তোৎসব করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন৪৬ বছরের পুরনো আইন ঘিরে অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশতীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে

দোলের দিন দুপুরের পর চালু হবে মেট্রো পরিষেবা

আগামী শুক্রবার দোলযাত্রা। তাই ওই দিন সারা দেশজুড়েই ছুটি পালিত হবে। সেই জন্য কলকাতা মেট্রো নেটওয়ার্কের ব্লু লাইনে বেলা 2টো 30 মিনিট থেকে শুরু হবে পরিষেবা। অন্যদিকে, গ্রিন লাইন 1 ও গ্রিন লাইন 2-তে বেলা 3টে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আজ জানানো হয়েছে যে, আগামী শুক্রবার ব্লু লাইনে সারাদিনে 262টি র পরিবর্তে চলবে 60টি মেট্রো। এর মধ্যে 30টি আপ ও 30টি ডাউন পরিষেবা। ওই দিন ব্লু লাইনে পরিষেবা শুরু হবে বেলা 2টো 30 মিনিট থেকে।

ব্লু লাইনে মেট্রো পরিষেবার সময়সূচি:

  • নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6টা 50 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বেলা 2টো 30 মিনিটে।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6টা 50 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বেলা 2টো 30 মিনিটে।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6টা 55 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বেলা 2টো 30 মিনিট মিনিটে।
  • নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো সকাল 7টা 04 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বেলা 2টো 30 মিনিট মিনিটে।
  • তবে প্রতিদিন ব্লু লাইনে রাতের অর্থাৎ 10টা 40 মিনিটে যে শেষ মেট্রো থাকে সেটির সময় অপরিবর্তিত থাকছে।

অন্যদিকে, গ্রিন লাইন 2-এ সারাদিনে 130টি মেট্রোর পরিবর্তে চলবে 42টি মেট্রো। এর মধ্যে এসপ্ল্যানেড থেকে 21টি মেট্রো এবং হাওড়া ময়দান থেকে 21টি মেট্রো যাতায়াত করবে। ওই দিন গ্রিন লাইন 2-এ পরিষেবা শুরু হবে বেলা তিনটা থেকে। প্রতি 15 মিনিট অন্তর পাওয়া যাবে একটি মেট্রো। গ্রিন লাইন ওয়ান অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত সারাদিনে 22টি মেট্রো চলবে। এই মোট সংখ্যার মধ্যে 11টি আপ ও 11 টি ডাউন মেট্রো রয়েছে। অন্যান্য দিনে গ্রিন লাইন ওয়ান অর্থাৎ শিয়ালদা থেকে সটলেক ফাইভ পর্যন্ত যাওয়ার সারাদিনের পরিষেবার সংখ্যা থাকে 106টি। ওই দিন গ্রিন লাইনে বেলা 3টের থেকে মেট্রো পরিষেবা শুরু হবে ৷ প্রতি 30 মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাবে।

এসপ্ল্যানেড থেকে ময়দান (গ্রিন লাইন 2) মেট্রো পরিষেবার সময়সূচি:

  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 7টার পরিবর্তে পাওয়া যাবে বেলা 3টের সময়। অন্যদিকে, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পরিষেবা সকাল 7টার পরিবর্তে বেলা 3টের সময় পাওয়া যাবে।
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাবার দিনের শেষ মেট্রো রাত 9টা 45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 8টার সময়। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ পরিষেবা রাত 9টা 45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 8টার সময়।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা (গ্রিন লাইন 1) পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সূচি:

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা সকাল 7টা 05 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বেলা 3টের সময়। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা সকাল 6টা 55 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বেলা 4টের সময়।

error: Content is protected !!